শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল ই-বাকী-ইদ্রিশী। তিনি বলেন, আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী করে ক্ষমতায় আনতে হবে। গত বছর ১৪ দেশে কোন শাসক ছিলনা। এদেশের মানুষের আশা, আকাঙ্খার কোন প্রতিফলন হয়নি। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর-উপজেলা বিএনপির ব্যানারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, জনগণকে বৃদ্ধাগুলি দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। একই সঙ্গে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। দেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে বিনা ভোটের নির্বাচন। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে বিজয় র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল ই-বাকী-ইদ্রিশী। এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#