চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে বিন¤্র শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বর্তমান সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করে জেলা প্রশাসন।জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি উপস্থিত ছিলেন। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদসহ অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন- পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ। এসময় অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনসহ অন্যরা।পরে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসা মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান, চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) বিভাগীয় প্রধান আফিদা রহমান। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী (২) আসাদুজ্জামানসহ কর্মকর্তাবৃন্দ।শ্রদ্ধা জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুকসহ প্রকৌশলীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক আনিসুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তা।শ্রদ্ধা নিবেদন করে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এছাড়াও নেসকো, পল্লী বিদ্যুৎ সমিতি, বিএমডিএ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।এক মিনিট নীরবতা পালন শেষে জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মোখতার আলী।#