By: Admin
Apr 23, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিতে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এমরধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়নপত্র বাতিল হলে আপিল ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ হবে ২১ মে।শিবগঞ্জের চেয়ারম্যানের পদে মনোনয়ন দাখিল করেছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোহাঃ জামাল হোসেন (পলাশ), আওয়ামী লীগ সমর্থিত ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাঃ গোলাম কিবরিয়া, মোহাঃ গোলাম রাব্বানী ও মোঃ মহসীন আলী মিয়া।ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, মোঃ আল মামুন, মোঃ ইব্রাহিম, মোহাঃ নাজমুল আলম, মোহাঃ রবিউল খান, মোঃ শামিম রেজা, মোহাঃ সাইফুল ইসলাম ও মোহাঃ সাইফুল ইসলাম। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, মোসাঃ মুসলেমা খাতুন ও মোসাঃ নুরজাহান মনোনয়নপত্র দাখিল করেছেন। শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।#


Create Account



Log In Your Account