চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪য়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়টি রাজশাহী বিভাগে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।রাজশাহী বিভাগের ৮টি জেলার সকল মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়কে পিছনে ফেলে প্রতিষ্ঠানটি শ্রেষ্টত্বের স্থানটি অর্জন করে নিয়েছে। এর আগে অত্র প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় এবং জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসলাম কবীর। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়। এ শ্রেষ্ঠত্ব ধরে রেখে বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধিতে আমরা শিক্ষকরা কাজ করব। আগামীদিনে বিদ্যালয়টির সামগ্রিক উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন। সোমবার বিকেলে রাজশাহীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এর পুরস্কার বিতরণ করে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। পুরস্কার গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শাল। #