By: Admin
May 14, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪য়ে চাঁপাইনবাবগঞ্জ  পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়টি রাজশাহী বিভাগে বিদ্যালয় ক্যাটাগরিতে  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।রাজশাহী বিভাগের ৮টি  জেলার সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়কে পিছনে  ফেলে প্রতিষ্ঠানটি  শ্রেষ্টত্বের স্থানটি অর্জন করে নিয়েছে। এর আগে অত্র প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠ হয় এবং  জেলায়  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসলাম কবীর। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর বলেন, সকলের সার্বিক সহযোগিতা দিক নির্দেশনায় বিভাগীয় পর্যায়ে  শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠত্ব ধরে রেখে বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধিতে আমরা শিক্ষকরা কাজ করব। আগামীদিনে বিদ্যালয়টির সামগ্রিক উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা পরামর্শ কামনা করেছেন।  সোমবার বিকেলে রাজশাহীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এর পুরস্কার বিতরণ করে বিভাগীয় কমিশনার . দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। পুরস্কার গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শাল। #

 


Create Account



Log In Your Account