By: MD. Admin
May 16, 2025

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে আজ বৃহস্পতিবার স্থানীয় রেল ষ্টেশনে অবস্থান নিয়ে ট্রেন অবরোধ করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পরে তারা কালেক্টর চত্ত্বরে মানববন্ধন করে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. দেলওয়ার হোসেনের সভাপতিত্বেমতবিনিময় সভায় বক্তারা বলেন, অবহেলিত এই জনপদের অনেক নাগরিক ব্যবসা, চাকুরী ও লেখাপড়াসহ নানাবিধ কাজে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু এই জেলা থেকে একটি মাত্র ট্রেন বনলতা রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও তাতে চাঁপাইনবাবগঞ্জের জনগনের তুলনায় আসন সংখ্যা তুলনামূলকভাবে সীমিত । এতে এই জেলার জনগনের ভোগান্তির শেষ থাকেনা। এদিকে ঢাকা থেকে অনেক ট্রেন রাজশাহী রেলস্টেশন পর্যন্ত এলেও এক ঘন্টার দূরত্বে তা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসেনা। আর তাই ভোগান্তি নিরসনে এবং যাতায়াত সহজলভ্যে রাজধানী ঢাকার সাথে চাঁপাইনবাবগঞ্জের আন্ত:নগর টেন পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি ও মধুমতি চলাচলের দাবী জানানো হয় মতবিনিময় সভায়।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষীণ মহানগর জামায়াত”র আমির  নুরুল ইসলাম বুলবুল, সাবেক সাংসদ লতিফুর রহমান, মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ আন্দোলনের সদস্য সচিব ইকবাল আহমেদ, জেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পেশাজীবী সমিতির সভাপতি মাইনুল ইসলাম, ব্যবসায়ী আলাউদ্দিন হোসেন, কাজেম আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে তারা একই দাবিতে কালেক্টরেট চত্বরে মানববন্ধন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয় ।#

 


Create Account



Log In Your Account