By: Admin
Feb 21, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নিজস্ব তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার(২১ ফেব্রæয়ারি ২০২৩)আনুমানিক সকাল ১০টায় চকপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপচকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তি জানান,অভিযানে মালিকবিহীন ১১০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।  

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে,নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার (২০ ফেব্রæয়ারি ২০২৩)   রাত সাড়ে ৮টায় চকপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন ঊনিশবিঘা নামক স্থানে অভিযান পরিচালনা করে ।অভিযানে মালিকবিহীন ৪৪৮ পিস নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। আটককৃত নেশাজাতীয় ইনজেকশন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।  

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।#

 


Create Account



Log In Your Account