শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ শিবগঞ্জে আখের গুড় তৈরীর সময় ভেজাল মিশ্রনের কারণে কয়েকজনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করায় সোমবার সকালে কৃষকের একটি দল উপজেলা চত্বরে এসে বিক্ষোভ করার চেষ্টা করেএবং উপজেলার গেটের কাঁচ ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা প্রশাসন ঘটনাটি অস্বীকার করে বলেন ভুল বুঝাবুঝি হয়েছিল। তা সমাধান হয়েছে।এলাকাবাসী ও অন্যান্য সূত্রজানা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভাধীন পিঠালীতলা বিলমাঠে আখ থেকে গুড় তৈরীতে ভেজাল মিশানো হয়েছে এ ধরনের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান।এর নেতুত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে ওই মাঠে গিয়ে ভেজাল মিশ্রনের দায়ে পিঠালীতলা গ্রামের রিয়াজ উদ্দিন,সাহিন,নবাব আলি ও মিঠাই পুকুর গ্রামের কালু ও একই গ্রামের রবিউল আলমকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।পরের দিন সোমবার সকালে যাদেরকে জরিমানা করা হয়েছিল তাদের নেতৃত্বে কিছু সংখ্যাক কৃষক উপজেলা চত্বরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন পরিস্খিতি শান্ত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান তাদের সাথে আলোচনা করে সমাধান করেন।তবে আখচাষী( গুড় তৈরী কারকগণ) ভেজাল মিশ্রণের ঘটনাটি অস্বীকার করে বলেন, আমরাকে কোন কিছুবুঝা উঠার আগেই গাড়িতে উঠিয়ে নিয়েএসে জরিমানা করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান এর সাথে যোগাযোগের জন্য মুঠো ফোনেও হোয়াটসআপে বারবার চেষ্টাকরেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিক আজিজ ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, ভ্রাম্যমান আদালতে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে কৃষকদের মাঝে কিছুটা ভুল বুঝাবুঝির জের ধরে সোমবার সকালে উপজেলা চত্বরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছিল। পুলিশও সেনাবাহিনীসদস্য গিয়ে পরিন্থিতি শান্ত করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান তাদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করেন।#