মো. আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে চককীর্তি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে নিজ অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা। পবিত্র রমজান মাসে কর্মহীন অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহŸান জানিয়ে তিনি বলেন, এ সময়ে বিত্তবানদের গরিব, দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে উদারভাবে সাহায্য করতে হবে। এছাড়া সমাজের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় আমি মাসব্যাপী নিয়মিত ইফতারি ও সেহরি বিতরণ চলমান রাখবো এবং ভবিষ্যতে এদের সার্বিক কল্যাণে অন্যান্য প্রয়োজনভিত্তিক সহায়তা করবো। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নবীনূর রহমান ও চককীর্তি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ সেলিমসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#