By: Admin
Sep 12, 2024

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গর্তে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলোÑ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গোপালপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে হুমায়ুন আহম্মেদ (৫৭) শিবগঞ্জ পৌরসভার ভাঙ্গাব্রিজ এলাকার ফারুক আহমেদের ছেলে ফোয়াদ আহমেদ () বুধবার সকালে উপজেলার মনাকষার গোপালপুর পাঁকার নিশিপাড়া এলাকায় ঘটনা ঘটে। হুমায়ুন আহমেদের ভাই বেলাল উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে সামান্য দূরে গোপালপুর ব্রিজের পাশে মরা পদ্মা নদী থেকে কচুরীপনা তুলতে গিয়ে কচুরীপনার সাথে পায়ে লেগে নদীতে পড়ে যায়। পরে এলাকবাসী টের পেরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফোয়াদের বাবা ফারুক আহমেদ জানান, উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামে ফোয়াদ তার নানা রফিকুল আলমের বাড়ি বেড়াতে গিয়েছিল। সকালে নানার বাড়ির পাশে থাকা একটি গর্তে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।#


Create Account



Log In Your Account