By: Admin
Feb 16, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজাসহ ফয়সাল মামুন (৩৮) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৩ ফেবুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র‌্যাব।এর আগে রোববার (১২ ফেব্রæয়ারি) রাতে জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণ পাশে মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ফয়সাল মামুন নোয়াখালীর চন্দ্রপুর এলাকার সেলিম আলীর ছেলে।র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কাভার্ডভ্যানে করে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণ পাশে মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল মামুনকে কাভার্ডভ্যানে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাঁজাসহ গ্রেপ্তার ফয়সাল মামুনের নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।#

 


Create Account



Log In Your Account