By: Admin
Feb 19, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর এলাকা থেকে ৪০০ বোতল ফেন্সিডিল ও একটি মিনিট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, বগুড়া জেলার সদর থানার নিশিন্দ্রা মন্ডল পাড়ার মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ জনি মোল্লা (৩২) ও একই এলাকার মোঃ নাজিমুদ্দিনের ছেলে মোঃ শাকিল আহমেদ (২৪) এবং ছোট কুমিরা পশ্চিম পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ সালমান রেজা(২৫)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৮ ফেব্রæয়ারি রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর মোড়স্থ পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৪০০ বোতল ফেন্সিডিল, একটি মিনি ট্রাক, ৩টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী বগুড়া জেলার মোঃ জনি মোল্লা, মোঃ শাকিল আহমেদ ও মোঃ সালমান রেজা কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী সোনামসজিদ এলাকা হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা রাস্তা দিয়ে ট্রাকে করে ফেন্সিডিল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে শিবগঞ্জ থানার কানসাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।#

 


Create Account



Log In Your Account