চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে সংবর্ধনা দিয়েছে জেলা জাসদ। মঙ্গলবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)'র জেলা কার্যালয়ে, জেলা সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাসদ নেতা সৈইবুর রহমান, ছাত্রনেতা আব্দুল মজিদসহ অন্যরা। এসময় জেলা জাসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল ওদুদ জেলা হাসপাতালের সমস্যা সমাধান, বন্ধ ট্রেন চালুর ব্যবস্থা করাসহ অন্যান্য সমস্যা সমাধানে কার্যকরী ভুমিকা রাখবেন বলে আশ^াস দেন এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি ১৪ দলের ভিতকে আরও শক্তিশালী করতে জাসদ নেতাদের সহযোগিতা কামনা করেন।#