By: Admin
Dec 2, 2024

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে‘‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’’ এই শ্লোগানকে সামনে রেখে তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন, এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি, গোপণীয়তার সংস্কৃতি পরিহার এবং তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী চেতনায় উজ্জীবিত করতে টিআইবি’র সহযোগিতায় জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ এর যৌথ উদ্যোগে আজ সোমবার(২ ডিসেম্বর’২৪)  ২ ও ৩ ডিসেম্বর দুই দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ  মঞ্চে তথ্যমেলা শুরু হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে দুই দিনব্যাপি তথ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবেন্দ্র নাথ উরাঁও, প্রশাসক (উপসচিব), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা; এস এম কামরুল ইসলাম, পরিচালক (প্রশাসন, অর্থ ও আইটি), তথ্য কমিশন বাংলাদেশ; ডাঃ এস এম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ; প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাইফুল ইসলাম রেজা। উদ্বোধনী পর্বে ‘‘দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহ ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ’’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যে অবাধ নিশ্চিতকরণ এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশের সংস্কৃতি চালু করতে পারলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আর এজন্য প্রয়োজন কর্তৃপক্ষের সদিচ্ছা ও আন্তরিকতা। বক্তারা সাধারণ জনগণকেও সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। আলোচনা সভার পরে ভূমি, স্বাস্থ্য ও কৃষি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্যানেল উত্তরদাতা হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন জনাব ডাঃ এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ মাসুদ পাভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা ও  জেলা রেজিস্ট্রার আফছানা বেগম। এক ঘন্টার অধিক সময়ের গণশুনানির প্রশ্নত্তোর পর্বে সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষ সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সকল ধরনের প্রদক্ষেপ গ্রহণের প্রতিশ্রæতি ব্যক্ত করেন। মেলায় ইয়েস গ্রæপের সদস্যরা তথ্য অধিকার আইন, ২০০৯ অনুসারে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করার জন্য তথ্যমেলায় অংশগ্রহণকারী/দর্শনার্র্থীদের মধ্যে ওরিয়েন্টেশন প্রদান করবে এবং বিভিন্ন অফিস তাদের সেবা সম্পর্কিত লিফলেট, স্টিকার বিতরণ করে। তথ্যমেলায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি বেসরকারি দপ্তরগুলো সেবা গ্রহীতাদের তথ্যের আবেদন গ্রহণ করেন। আগামীকাল সকাল ৯:০০ টা হতে মেলা শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলায় প্রায় ১৫০০ দর্শনার্থী পরিদর্শন করেন। #

 


Create Account



Log In Your Account