By: Admin
Nov 3, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আঃ হান্নান (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।  ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো গোমস্তাপুর খোয়াড়ারে মোড়ের আলিমুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) তার স্ত্রী সেরাতুন নেসা (৩০) নিহত আঃ হান্নান রহনপুরের রহমত পাড়ার  মৃত-এন্তাজ মিয়ার ছেলে।

শনিবার রাত টার দিকে গোমস্তাপুর উপজেলার  রহনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, রাতে আব্দুল হান্নান মোটরসাইকেল নিয়ে রহনপুর থেকে আড্ডা যাচ্ছিল। একই দিকে স্বামী স্ত্রী যাচ্ছিল বাইসাইকেলে করে। মোটরসাইকেল চালক পেছন থেকে বাইসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, আহত অপর দুই ব্যক্তিকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হবে বলেও জানান ওসি।#


Create Account



Log In Your Account