চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিশেষ মাদক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।গতকাল সোমবার (১ জানুয়ারী) এক অভিযানে ১ শত গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব-৫। এ সময় এক যুবককে আটক করে র্যাব। আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীনগর এলাকার পারুল বেগম ও লোকমান হাকিমের ছেলে খালিদুজ্জামান কাওসার (২৭)।এ বিষয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় র্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক সোমবার বিকাল ৫টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে গতি রোধ করা হয় এবং উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আটক যুবক কাওসারের দেহ তল্লাশি করে তার কোমর থেকে ১ শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে হেরোইন পরিবহনে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দোষ স্বীকার করায় তাকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় সোপর্দ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#