চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়ার সহসভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহাসিন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ ও সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজু ও সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা ছাত্র দলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।বক্তারা সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।#