By: Admin
Nov 1, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উদ্যোগে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়ার সহসভাপতি রেজাউল করিম পল সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহাসিন যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজু   সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা ছাত্র দলের আহ্বায়ক ইউসুফ রাজা সদস্য সচিব সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।বক্তারা সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।#


Create Account



Log In Your Account