By: Admin
Jul 25, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আম বাজার কানসাটে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বারি-৭ জাতের আম। প্রতি মণ আম বিক্রি হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায়। যা গত বছর ছিল প্রায় সাড়ে ৭ হাজার। তবে ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বারি-৭ জাতের আমের দাম সবচেয়ে বেশি।কানসাটে গিয়ে দেখা যায়, গাঢ লাল রঙের এক ভ্যানে (৩ ক্যারেট) আম নিয়ে দাঁড়িয়ে আছেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বাসিন্দা আসরাফ আলী।তিনি বলেন, আমাদের ধাইনগর ইউনিয়নে আ¤্রপালি আমের বাগান রয়েছে। সে আম বাগানে শখ করে ৫০ টি বারি-৭ জাতের আম গাছ লাগিয়েছিলাম। এখন সে গাছগুলোতে আম ধরছে। আজকে কানসাট আম বাজারে বারি সেভেন আম নিয়ে এসেছি। দাম চাচ্ছি ৫ হাজার টাকা মণ। আর ক্রেতারা বলছেন সাড়ে চার হাজার টাকা। তাই ভ্যানে আম নিয়ে দাঁড়িয়ে আছি। আমগুলো দেখতে চমৎকার এবং খেতেও সুস্বাদু। তাই দামও অন্য আমের চেয়ে বেশি।তিনি আরও বলেন, অন্য বছরের তুলনায় এবার আমের দাম অনেক কম। গত বছর এই আম বিক্রি করেছিলাম সাত হাজার টাকা মণ।কানসাট বাজার আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু জানান, এখন বাজারে আ¤্রপালি, আশ্বিনা, বারি-৪,বারি-৭ ও ফললি জাতের আম পাওয়া যাচ্ছে। তবে আর বারি-৭ আম খুবই কম। তাই এখন এসব আমের দাম বেশি।জেলায় এবার ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ২৫ হাজার মেট্রিক টন।#


Create Account



Log In Your Account