By: Admin
Feb 16, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বছরের পর বছর ফাঁকা পড়ে থাকা বরেন্দ্র অঞ্চলের জমিতে এবার ফুল চাষ করে সাফল্য পেয়েছেন শফিকুল ইসলাম নামের এক চাকরিজীবী। রুক্ষ আবহাওয়ার কারণে ওই সব জায়গায় সব ধরণের ফসল না হলেও এই বছরে বরেন্দ্র ভূমিতে প্রথম বারের মতো ফুল চাষে সফল হয়েছেন তিনি। এই বছর শুধু ভালোবাসা দিবসকে ঘিরেই আড়াই লাখ টাকার ফুল বিক্রি করার টার্গেট শফিকুলের কর্মচারীদের। তারা নিজেরাই বাজারে খুচরা মূল্যে ফুলগুলো বিক্রি করে থাকেন। কিন্তু ফুল উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় ক্রেতাদেরকে কিছুটা হলেও বেশি মূল্য দিয়ে ফুল কিনতে হচ্ছে।

সরেজমিনে শফিকুলের ফুল বাগানটিতে গেলে দেখা যায়, তিনি বরেন্দ্র অঞ্চলে একটি বিনোদন পার্কের ভিতরে প্রায় ৫ বিঘা জমিতে কয়েক রকমের ফুল চাষ করেছেন। তার বাগানে গাঁদা আর গোলাপ ফুলের সংখ্যেই বেশি। এছাড়াও গø্যাডিওলাস, জারবেরা, রজনীগন্ধ্যা, চন্দ্রমল্লিকা ফুলও বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে সেখানে।শফিকল বলেন, ‘বাগানটিতে পাঁচ-ছয় রকমের ফুল চাষবাদ করা হয়। এরমধ্যে গাঁদা ও দেশি-বিদেশি গোলাপ ফুলের চাষটা বেশি হয়। দোকানে যেমন চাহিদা থাকে তেমন ফুল কাটা হয়। ১৪ ফেব্রæয়ারি,বিবাহসহ অন্যান্য অনুষ্ঠান উপলক্ষে  ফুলের চাহিদাটা বেশি।’তিনি বলেন, ‘বাগানে ফোটা গোলাপ ফুলগুলো যেন নষ্ট না হয় সে কারণে কাভার দিয়ে রাখি। যে ফুল যত বেশি সতেজ, সেই ফুলের বাজারে চাহিদা ততো বেশি। একারণে আমরা বাড়তি যতœ নিয়ে ফুল চাষ করছি।’চাঁপাইনবাবগঞ্জ শহরের সাটু হল মার্কেটের নিচতলায় সাদিয়া ‘শিফা ফুল ঘর’ ও ‘বরকনে সাজ’ নামের একটি ফুলের দোকান আছে।এই দোকানের মাধ্যমে শফিকুল তার ফুলের ব্যবসা বাণিজ্য করেন।এছাড়াও এই দোকানে অনেকেই ফুলের অর্ডার দিয়ে যান, সময়ের মধ্যে তরতাজা ফুল পেয়ে খুশিও হন ক্রেতারা।দোকানটির সার্বিক দায়িত্বে আছে আব্দুল হাকিম নামের একজন যুবক।দোকানের ম্যানেজার আব্দুল হাকিম নামের ওই যুবক বলেন, ‘অন্যান্য দিবস বাদে শুধু মাত্র ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের আড়াই লাখ টাকার ফুল বাণিজ্য হওয়ার সম্ভাবনা আছে। এখানে যারা ফুলের ব্যবসা করেন, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন।সময়ের মধ্যে ফুলের দোকানদাররা মাল না পেলে অনেকেই ঘুরে যান। কিন্তু আমাদের এই সুযোগ নেই।নিজের জমিতে ফুল চাষ হওয়ার কারণে সময়ের মধ্যে আমরা কাস্টমারদের ফুল দিতে পারি।’তিনি আরও বলেন, ‘আমাদের বাগানের গোলাপফুল গুলো খুচরা বিক্রি করি ২০-৩০ টাকা পর্যন্ত।এছাড়াও আমরা চন্দ্রমল্লিকা ১০ টাকা,  জারবেরা ২০ টাকা, রজনীগন্ধ্যা ১৫ টাকা দামে সেল করছি।দোকানে আমাদের জমিতে চাষকরা ফুলই বিক্রি করি।আগামিতে বড় পরিসরে ফুল চাষ করে চাঁপাইনবাবগঞ্জে নিজস্ব উৎপাদিত ফুল সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।#


Create Account



Log In Your Account