By: Admin
Jul 25, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অবৈধভাবে খোয়াড় স্থাপনের অভিযোগ উঠেছে আবদুল খলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেছেন কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত সাইদুর রহমানের স্ত্রী মোসা. আরমানী। জানা যায়, কানসাট ইউনিয়ন পরিষদ থেকে এক বছরের জন্য প্রকাশ্যে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হলে গত ২৩ মার্চ খোয়াড়টি আরমানীর নামে লিখিতভাবে হস্তান্তর করেন কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মুলক।  স্থানীয়রা জানায়, কানসাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হরিপুরে স্থাপিত বৈধ খোয়াড়টি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে ক্রয় করে পরিচালনা করে আসছেন বিধবা নারী আরমানী বেগম। কিন্তু তার খোয়াড়টিকে বন্ধ করতে প্রায় দুই মাস আগে অবৈধভাবে আরেকটি খোয়াড় স্থাপন করেন ৮ নম্বর ওয়ার্ড বালুচর গ্রামের মৃত ইদিল আলীর ছেলে আবদুল খলিল। যা ইউনিয়ন পরিষদ আইনী লঙ্ঘন। বৈধ খোয়াড় মালিক আরমানী বেগম অভিযোগ করে বলেন, গত ১৯ মার্চ কানসাট ইউনিয়ন পরিষদ থেকে প্রকাশ্যে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে খোয়াড়টি পাবার পর বিভিন্নভাবে হুমকি দিয়ে অবৈধভাবে একটি খোয়াড় দিয়েছেন আবদুল খলিল। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা মেলেনি। যদিও আবদুল খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোন খোয়াড় নেই। এ বিষয়ে কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মুলক বলেন, হরিপুরের বাসিন্দা আরমানী নামে এক নারীকে খোয়াড় ইজারা দেয়া হয়েছে। তবে শুনেছি, আরেকটি অবৈধ খোয়াড় করেছেন খলিল নামে একজন। এ ঘটনায় আরমানী বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। সমাধানের লক্ষে বিবাদীকে গ্রাম আদালতে উপস্থিত হবার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। তবে বিবাদী হাজির হননি। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

 


Create Account



Log In Your Account