By: Admin
May 31, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ১ জুন ৬-১১ মাস বয়সী ,১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ পালিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১ জুন  চাঁপাইনবাবগঞ্জ সির্ভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতে  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬শ ৩৮.জন এবং ১২-৫৯ মাস বয়সী ২লাখ  ২শ  ২০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় (১জুন) শনিবার ২ লাখ ২৬হাজার ৮৫৮  শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।
বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডা. রাকিবুল ইসলাম বলেন, এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে ১ হাজার ২০৪টি কেন্দ্রে আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২২০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী ২৬হাজার ৬৩৮ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমানোসহ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।সভায় জানানো হয়, জেলাতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ১২০৪ টি কেন্দ্রে ২৪১২জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রাকিবুল ইসলাম বলেন , আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে প্রতি বছরের ন্যায় সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। একটি শিশুও যেন এ কার্যক্রমের বাইরে না থাকে সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে জেলায় সর্বোচ্চ এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সকলকে আন্তরিক হবার আহবান জানান। ভিটামিনের প্রয়োজনীয়তার বিষয়ে তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ বিষয়ে অনুরোধ জানান। দিবসটি সফল করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান তিনি। ইপিআইসহ স্বাস্থ্য খাতে রয়েছে চাঁপাইনবাবগঞ্জে রয়েছে  সাফল্য। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলার গণমাধ্যমকর্মীরা।#

  


Create Account



Log In Your Account